Site icon Jamuna Television

রাজবাড়ীর ৭ অবৈধ ইটভাটা মালিককে ১৩ লাখ টাকা জরিমানা

রাজবাড়ী করেসপনডেন্ট:

রাজবাড়ী সদর উপজেলার ৭টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৩ লাখ টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী পরিবেশ অধিদফতরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব ফয়জুন্নেছা আক্তারের নেতৃত্বে এবং পরিবেশ অধিদফতর ফরিদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. সাঈদ আনোয়ারের উপস্থিতিতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। 

অভিযানে সদর উপজেলার নিমতলার রনজিৎ কুমার দাসের এবিসি ব্রিকসকে দুই লাখ, মজলিসপুরের এনামুল হক শামীমের মেসার্স এএন্ডবিকে দুই লাখ, মো. ইউসুফ হোসেনের  মেসার্স আরএন্ডডি ব্রিকসকে দুই লাখ, মো. কামাল মিয়ার মেসার্স এফএবি ব্রিকসকে দুই লাখ, মহারাজপুরের মো. মকিম খানের মেসার্স আরএএস ব্রিকসকে দুই লাখ, নিমতলার মো. শওকত খানের মেসার্স একেএম ব্রিকসকে এক লাখ ও উদয়পুরের মো. মকিম খানের মেসার্স সনি ব্রিকসকে দুই লাখ জরিমানা আদায় করা হয়। 

ফরিদপুর পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. সাঈদ আনোয়ার ঘটনা সত্যতা নি‌শ্চিত করে বলেন, এই অভিযান অব্যাহত থাকবে।

/এনকে

Exit mobile version