Site icon Jamuna Television

ঢাকাসহ বিভিন্ন স্থানে আজও গুড়ি গুড়ি বৃষ্টি

ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে ঢাকাসহ বিভিন্ন স্থানে আজও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। চট্টগ্রামে বৃষ্টি না থাকলেও আকাশ মেঘলা।

বৃষ্টি অব্যাহত রয়েছে খুলনা, বরিশালসহ ৩ পার্বত্য জেলায়। কোথাও কোথাও বইছে দমকা হাওয়া।

দেশের সমুদ্র বন্দরগুলোতে বহাল রয়েছে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত। সতর্ক বার্তা জারি রয়েছে উপকূলীয় এলাকায়। প্রত্যেক জেলায় দুর্যোগ মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নেয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

এদিকে পাহাড় ধসের শঙ্কায় চট্টগ্রামে গতকালই কয়েকশ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। মাইকিং করা হয়েছে ৩ পার্বত্য জেলাতেও।

আবহাওয়া অধিদপ্তরের গত ২৪ ঘণ্টার পূবার্ভাসে বলা হয়েছে দিনভর এমন অবস্থা বিরাজ করতে পারে।

Exit mobile version