Site icon Jamuna Television

ফরিদপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, বাসে আগুন

ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকালে নগরকান্দার তালমা মোড়ের মাশাউজান এলাকায় হয় এই দুর্ঘটনা।

স্থানীয়রা জানায়, ঢাকাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস, বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান আরোহী রবিউল ইসলাম। প্রতিবাদে প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখে ক্ষুব্ধ এলাকাবাসী।

বাস শ্রমিকদের অভিযোগ, এ সময় বাসটিতেও আগুন দেয় উত্তেজিত জনতা। পরে নগরকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। যদিও বাসটিতে কীভাবে আগুন লেগেছে সে সম্পর্কে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি পুলিশ বা ফায়ার সার্ভিস। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বাসের চালক।

এটিএম/

Exit mobile version