Site icon Jamuna Television

বাণিজ্য মেলা: কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা, সন্তুষ্ট বিক্রেতারা

ক্রেতা-দর্শনার্থীর ভিড়ে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। শেষ সময়ে এসে কেনাকাটার প্রতি বেশি মনোযোগী ক্রেতারা। বিভিন্ন পণ্যে মূল্যছাড় পেয়ে তারা খুশি।

আগামী মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে এবারের বাণিজ্য মেলা। সময় বাড়াতে স্টল ও প্যাভিলিয়ন মালিকদের পক্ষ থেকে আবেদন জানানো হলেও তা নাকচ করে দেয় আয়োজক সংস্থা ইপিবি।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, শেষ সপ্তাহে ক্রেতার সংখ্যা বাড়ায় বিক্রিও বেড়েছে। ঘোরাঘুরির বদলে বিভিন্ন অফারের সুযোগ নিচ্ছেন ক্রেতারাও। যাচাইবাচাই করছেন দাম ও গুণগত মান।

মেলায় এবার শুরু থেকে ইলেকট্রনিক্স ও গ্রোসারি পণ্যের স্টলে ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। বরাবরের মতোই শেষ দিকে গতি পেয়েছে বিক্রি। আওতা বাড়ছে মূল্যছাড়েরও। এই গতিতে আরও কিছুদিন ব্যবসা করতে চান অংশগ্রহণকারীরা। তাদের দাবি, প্রতিযোগিতায় দেশি ব্র্যান্ডের পণ্যেও পিছিয়ে নেই।

/এমএন

Exit mobile version