Site icon Jamuna Television

পেরুতে অনুষ্ঠিত হলো কুকুরের গণবিয়ে

পেরুতে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে কুকুরের গণবিয়ে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ভ্যালেন্টাইনস ডে’র পরদিন হয়েছে কুকুরের এই গণবিয়ের আয়োজন। এদিন একসাথে কয়েক ডজন কুকুরের বিয়ের আয়োজন করা হয় বিয়ের পর দেয়া হয়েছে ম্যারেজ সার্টিফিকেটও। যেখানে বর-কনের স্বাক্ষরের স্থানে রাখা হয়েছে কুকুরের থাবার ছাপ।

আয়োজকদের দাবি, মালিকদের নিজ পোষ্যের প্রতি আরও যত্নশীল বানাতেই তাদের এই উদ্যোগ। অবশ্য কুকুরের গণবিয়ের এমন আয়োজন পেরুতে বেশ জনপ্রিয়।

এটিএম/

Exit mobile version