Site icon Jamuna Television

সরকার ভারতের কাছে দেশকে বিকিয়ে দিচ্ছে: নুর

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে ভারতের কাছে দেশ বিকিয়ে দিচ্ছে বলে অভিযোগ করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। বললেন, দেশে ভারতের আধিপত্য রুখতে তাদের সকল পণ্য বয়কট করতে হবে।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সমাবেশ তিনি এই অভিযোগ করেন। এ সময় বাংলাদেশে ভারতের আগ্রাসন ও আধিপত্যের অভিযোগ এনে এর বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দেন ডাকসুর এই সাবেক ভিপি।

নুরুল হক নুর বলেন, রাস্তায় সরকারদলীয় লোকদের চাঁদাবাজির কারণে দেশে দ্রব্যমূল্য বাড়ছে। বিশ্ববাজারে তেলের দাম কমলেও দেশে বাড়ছে। বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের জেলে আটকে রেখে অবিচার চলছে বলেও মন্তব্য করেন তিনি।

সরকারকে ক্ষমতা থেকে উৎখাত করতে গণঅধিকার পরিষদ রাজপথে সক্রিয় আন্দোলন গড়ে তুলবে বলে জানান নুরুল হক নুর।

/এমএন

Exit mobile version