Site icon Jamuna Television

তেইশে ৯৯ সাংবাদিক নিহত, কেবল গাজাতেই ৭২

২০২৩ সালে সারাবিশ্বে ৯৯ জন গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন। যাদের মধ্যে ৭২ জনই ফিলিস্তিনি। অর্থাৎ বিশ্বব্যাপী নিহত সাংবাদিকদের প্রায় ৭৩ শতাংশই ফিলিস্তিনি। গাজায় ইসরায়েলি আগ্রাসনের সংবাদ সংগ্রহ করতে গিয়ে তারা নিহত হয়েছেন।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের (সিপিজে) বার্ষিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ বিষয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা সংবাদ প্রকাশ করেছে। পাশাপাশি সংস্থাটির ওয়েবসাইটেও বিস্তারিত প্রকাশ করা হয়েছে।

সিপিজে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশের জামালপুরের বকশীগঞ্জে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের লোকজনের হামলায় নিহত সাংবাদিক গোলাম রব্বানীর বিষয়টি উঠে এসেছে। স্থানীয় চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে গত বছরের ১৪ জুন রাতে চেয়ারম্যান বাবু ও তার সহযোগীরা সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের ওপর হামলা চালায়। এতে গুরুতর আহত হন তিনি। পরদিন দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নাদিমের মৃত্যু হয়।

সিপিজের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গোলাম রব্বানীর হত্যাকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি। সংস্থাটি রব্বানীর স্ত্রীর সাথে যোগাযোগ করতে কল ও হোয়াটসঅ্যাপ বার্তা পাঠায়, তবে তারা কোনো উত্তর পায়নি।

এছাড়া, এ ঘটনার মামলার তথ্য জানতে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার আল মঈনকেও কল ও বার্তা পাঠায় সিপিজে। তবে কোনো জবাব পায়নি।

গাজার বিষয়ে সিপিজের সভাপতি জোডি আল-জাজিরাকে বলেন, সাংবাদিকদের হুমকির ক্ষেত্রে ইসরায়েল-গাজা যুদ্ধ নজিরবিহীন। গাজায় যা ঘটেছে সেখানকার সাংবাদিকরাই তার প্রতিবেদন করতে সক্ষম। ইসরায়েলি সেনাবাহিনী আন্তর্জাতিক গণমাধ্যমকর্মীদের সেখানে প্রবেশ করতে দেয়নি।

/এনকে/এমএন

Exit mobile version