Site icon Jamuna Television

হুইল চেয়ারের অভাবে মুম্বাই বিমানবন্দরে বৃদ্ধের মৃত্যু

মুম্বাই বিমানবন্দরে এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে চলছে তোলপাড়। তার পরিবারের দাবি, হুইল চেয়ার না পেয়ে হেঁটে টার্মিনাল পার হওয়ার কারণে মৃত্যু হয়েছে ৮০ বছর বয়সী ওই বৃদ্ধের। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভারতীয় বংশোদ্ভূত ওই মার্কিন নাগরিক ইউইয়র্ক থেকে মুম্বাই আসেন। এয়ার ইন্ডিয়া ফ্লাইটে ইকোনমি ক্লাসে টিকিট কাটার সময়ই হুইল চেয়ারের সহায়তার কথা জানিয়েছিলেন তিনি। তবে হুইল চেয়ারের সংকটের কারণে তাকে তা সরবরাহ করতে ব্যর্থ হয় এয়ারলায়েন্স কর্তৃপক্ষ।

পরে নিজের স্ত্রীকে হুইলচেয়ার দিয়ে পায়ে হেঁটেই টার্মিনালের দিকে যেতে থাকেন তিনি। প্রায় দেড় কিলোমিটার পথ হেঁটে পার হবার পর হঠাতই অসুস্থ্ হয়ে মাটিতে পড়ে যান তিনি। এরপর তাকে শহরের নানাবতি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ধারণা করা হচ্ছে অতিরিক্ত হাঁটার ফলে হৃদরোগে আক্রান্ত হন তিনি।

এটিএম/

Exit mobile version