Site icon Jamuna Television

কারাগারে মারা গেছেন পুতিনের কট্টর সমালোচক ও বিরোধী নেতা নাভালনি

কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে মারা গেছেন রাশিয়ার আলোচিত বিরোধী দলীয় নেতা অ্যালেক্সেই নাভালনি। তার মৃত্যুর ‍বিষয়টি নিশ্চিত করেছে রাশিয়ার কারা কর্তৃপক্ষ। খবর বিবিসির।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, কারাগারে চলাফেরার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ওই অসুস্থতা থেকেই তার মৃত্যু হয়। রুশ বিরোধী দলীয় নেতার মৃত্যু নিয়ে এরইমধ্যে তদন্ত শুরু হয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, হঠাৎ কী কারণে, কীভাবে নাভালনির মৃত্যু হলো, সেবিষয়ে কোনো তথ্য এখনও জানা যায়নি। কারণ জানতে কারাগারের চলমান নিয়ম অনুযায়ী ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

২০২১ সাল থেকেই কারাবন্দি রয়েছেন নাভালনি। আলোচিত এই নেতা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। পুতিনের প্রতিদ্বন্দ্বীও মনে করা হতো তাকে। উগ্রপন্থায় উসকানি এবং অর্থায়নের অভিযোগে ২০২৩ সালে ১৯ বছরের কারাদণ্ড দেয়া হয় নাভালনিকে। সবশেষ পেনাল কলোনি নামে সাইবেরিয়ার একটি কারাগারে বন্দি রাখা হয় তাকে।

/এনকে

Exit mobile version