Site icon Jamuna Television

ফাল্গুনেও কুয়াশার চাদরে ঢাকা পঞ্চগড়, হেডলাইটের আলোয় চলছে যানবাহন

পঞ্চগড় করেসপনডেন্ট:

আবারও ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরে জেলা পঞ্চগড়। মাঘের শেষে বসন্তের আমেজ শুরু হলেও উত্তরের জেলাটির শীতের আমেজ এখনও কাটেনি। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশায় জেলাটিতে হালকা হালকা শীত অনুভূত হচ্ছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলে জানিয়ছে তেঁতুলিয়ার ১ম শ্রেণির আবহাওয়া অফিস।

সরজমিন দেখা যায়, শনিবার সকালে ঘন কুয়াশার কারণে জেলার বিভিন্ন সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। কুয়াশায় বিশ গজ দূরের কোনো বস্তুও দেখা যাচ্ছে না। ফলে মহাসড়কে যানবাহনগুলো ধীর গতিতে চলছে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার পর থেকেই কুয়াশা পড়তে শুরু করে। তবে, দিনের বেলা তাপমাত্রা কিছুটা বেশি থাকে।

তেঁতুলিয়ার আবহাওয়া পর্যেবক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেল শাহ্ জানান, আগামী কয়েকদিনে জেলাটির তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে পঞ্চগড়ের তাপমাত্রা ৯ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। গতকাল শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল।

আরএইচ/এটিএম

Exit mobile version