Site icon Jamuna Television

সৌদি আরবের বিপক্ষে ব্রাজিলের সহজ জয়

সৌদি আরবের বিপক্ষে গাব্রিয়েল জেসুস ও আলেক্স সান্দ্রো নৈপুণ্যে প্রীতি ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল। স্বাগতিক সৌদি আরবের বিপক্ষে শুক্রবার রাতের প্রীতি ম্যাচে সেলেসাওরা জয় পেয়েছে ২-০ ব্যবধানে।

রিয়াদের কিং সাউদ ইউনিভার্সিটি মাঠে বল দখলে শুরু থেকেই এগিয়ে ছিলো ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে গোলের জন্য প্রথমার্ধের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হয় তাদের। পরে নেইমারের দারুণ পাসে ৪৩ মিনিট সেলেসাওদের ডেডলক ভাঙ্গেন গ্যাব্রিয়াল জেসুস।

দ্বিতীয়ার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পাননি নেইমাররা। ৮৫ মিনিটে সৌদি আরবের গোলরক্ষক বক্সের বাইরে এসে হাত দিয়ে বল ফেরানোয় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

ব্রাজিলের ২-০ গোলের জয় নিশ্চিত করেন সান্দ্রো। অতিরিক্ত সময়ের শেষ মুহুর্তের নেইমারের কর্ণার থেকে মাথা ছুইয়ে স্কোর শিটে নাম তোলেন এই ডিফেন্ডার।

এদিকে যুক্তরাষ্ট্রকে ৪-২ গোলে হারিয়েছে কলম্বিয়া। তবে উরুগুয়েকে হারিয়েছে দক্ষিণ কোরিয়া। ইকুয়েডরের বিপক্ষে জয় পেয়েছে কাতার আর পানামাকে হারিয়েছে এশিয়ার আরেক পরাশক্তি জাপান।

Exit mobile version