Site icon Jamuna Television

এবার ঘরে বসেই দেখা যাবে ‘ডানকি’

গত বছর টানা তিনটি হিট সিনেমা উপহার দিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। বড়দিনে মুক্তি পাওয়া রাজকুমার হিরানি পরিচালিত ডানকি দিয়ে বছর শেষ করেন তিনি। যারা প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পারেননি, তারা এবার ঘরে বসেই দেখতে পাবেন ছবিটি। জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে সিনেমাটি।

ছবিটির গল্প এগিয়েছে ভারতীয় একদল লোক যারা মনে করে পশ্চিমের দেশে গেলে জীবনযাত্রার মান উন্নত হবে। তারা নিজের মাতৃভূমির চেয়ে সেখানে গিয়ে থাকাটা জীবনের অন্যতম লক্ষ্য হিসেবে নির্ধারণ করে ফেলে। কিন্তু বাস্তবে সেখানে পৌঁছানোর পর বুঝতে পারে জীবন কতটা কঠিন। একটা সময় পর সবাই ফিরতে চায় মাতৃভূমিতে। কিন্তু যাওয়ার মত সেখান থেকে ফিরে আসাটাও খুব একটা সহজ পথ নয়।

নেটফ্লিক্সে এসেছে ‘ডানকি’ (ছবি: ইন্সটাগ্রাম)

গদর-২ এর পর গত বছর ডানকি ছিল উল্লেখযোগ্য দেশাত্মবোধক সিনেমা যেখানে হাস্যরস, আনন্দ, মজার পাশাপাশি বার্তা দেয়া হয়েছে দেশাত্মবোধেরও।

উল্লেখ্য, সর্বশেষ ফিল্মফেয়ারে সেরা পার্শ্বচরিত্রের অভিনেতা ক্যাটাগরিতে পুরষ্কার পান ভিকি কৌশল।

/এমএইচআর

Exit mobile version