Site icon Jamuna Television

গত ১ বছরে প্রায় ছয়শ কিশোরকে গ্রেফতার করেছে র‍্যাব

শুক্রবার আটককৃত কিশোর গ্যাংয়ের ৩৯ সদস্যের একাংশ।

চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে গত এক বছরে কিশোর গ্যাং’র প্রায় ৬০০ কিশোরকে গ্রেফতার করেছে র‍্যাব। রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগ এলাকা থেকে এ সংখ্যক কিশোর গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে মোহাম্মদপুরে র‍্যাব-২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার আনোয়ার হোসেন খান এ তথ্য দেন।

এর আগে, গতকাল শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে ৩৯ জন কিশোরকে গ্রেফতার করে র‍্যাব। এ বিষয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেন তিনি। গ্রেফতারকৃত ৩৯ জনের মধ্যে রয়েছে ‘পাটালি’ গ্রুপের ৫ জন, ‘লেভেল হাই’ গ্রুপের ৬ জন, ‘লও ঠেলা’ গ্রুপের ৫ জন। এছাড়া, এদের প্রত্যেকটি গ্রুপে ১৮ থেকে ২০ জন সদস্য থাকে বলেও নিশ্চিত করেছেন আনোয়ার হোসেন খান।

সংবাদ সম্মেলনে র‍্যাবের অতিরিক্ত ডিআইজি বলেন, গ্রেফতারের সময় অভিযুক্তদের কাছ থেকে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র পাওয়া গেছে। সেগুলো জব্দ করা হয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারের জন্য তারা বিভিন্ন গ্যাং গ্রুপ তৈরি করতো। একইসঙ্গে এসব গ্রুপের সদস্যরা এক গ্রুপ আরেক গ্রুপের সাথে বিভিন্ন সময়ে অস্ত্র নিয়েও মারামারিতে জড়াতো।

আনোয়ার হোসেন খান আরও বলেন, রাজধানীর মোহাম্মদপুর, আদাবর ও হাজারীবাগ এলাকায় কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিল ওই এলাকার মানুষ। তাদের কাছে এ বিষয়ে প্রচুর অভিযোগ ছিল। পরে অভিযান চালিয়ে ছিনতাই, চাঁদাবাজি, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ৩৯ জনকে গ্রেফতার করা হয়ে।

গ্রুপের সব সদস্যের বিরুদ্ধেই থানায় একাধিক মামলা আছে জানিয়ে তিনি আরও বলেন, এসব কিশোর গ্যাং এর সদস্যরা কোনো রাজনৈতিক দলের আশ্রয়ে আছে কিনা তাও তদন্ত করা হচ্ছে।

/এমএইচ

Exit mobile version