Site icon Jamuna Television

সেন্টমার্টিনগামী দুই জাহাজকে লক্ষাধিক টাকা জরিমানা

কক্সবাজার করেসপনডেন্ট:

কক্সবাজারে ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে সেন্টমার্টিনগামী দুটি জাহাজকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উখিয়ার নৌ-বাহিনী পরিচালিত জেটিঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ‘বার আউলিয়া’ জাহাজকে ১ লাখ টাকা ও ‘এমভি কর্ণফুলী’ জাহাজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমেদ জানান, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল জাহাজ দুটি নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করে থাকে। শনিবার সকালে জাহাজ দুটিতে অভিযান চালিয়ে এর সত্যতা পাওয়া যায়। এ সময় এমভি কর্ণফুলী ও বার আউলিয়া জাহাজকে ধারণক্ষমতার অতিরিক্ত পাঁচ শতাধিক অতিরিক্ত যাত্রী পরিবহনের দায়ে এ জরিমানা করা হয়। 

তিনি আরও বলেন, এ সময় তাদের ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয়া হয়েছে। যেকোনো সময় আবারও অভিযান চালানো হবে। তখন একই অবস্থা দেখলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএইচ/এটিএম

Exit mobile version