Site icon Jamuna Television

যে ব্যবসায় নামলেন পরিমণি

আলোচিত চিত্রনায়িকা পরীমণি।

ব্যবসায় নামলেন ঢালিউডের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সামনের ঈদেই নতুন এই ব্যবসা নিয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ফেসবুকে নিজের ব্র্যান্ডের একটি বিজ্ঞাপনচিত্র প্রকাশ করেন পরিমনি। বিজ্ঞাপন দেখেই বোঝা যায় প্রসাধনী সামগ্রীর ব্যবসায় নামছেন তিনি। যেখানে তিনি লেখেন, এবারের ঈদে আমি আসছি একদম নতুনভাবে। খুব শিগগিরই সবাইকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ। এসময় সবার কাছে দোয়াও চান পরিমণি।

এদিকে, ভালোবাসা দিবসে মুক্তি পেয়েছে পরীমণি অভিনীত ওয়েব ফিল্ম ‘বুকিং’। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় পরির বিপরীতে অভিনয় করেছেন এ বি এম সুমন। ওয়েব ফিল্মটি মুক্তির পর থেকেই দর্শক প্রশংসায় ভাসছেন তিনি।

/এএস

Exit mobile version