Site icon Jamuna Television

মায়ের কাছে দেয়া হচ্ছে না নাভালনির মরদেহ

অ্যালেক্সেই নাভালনি। ছবি: এনবিসি নিউজ।

ইচ্ছে করেই দেয়া হচ্ছে না রাশিয়ার আলোচিত বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির মরদেহ। হস্তান্তর করা হচ্ছে না মায়ের কাছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নাভালনির আইনজীবীর অভিযোগ, আর্কটিক কারাগারে বন্দি অবস্থায় মৃত্যুর পর কাছাকাছি আরেকটি শহরে মরদেহ নিয়ে যাওয়ার কথা জানানো হয়। তবে নাভালনির মা লিয়ুডমিলা সেখানে পৌঁছালে বলা হয়, বন্ধ হয়ে গেছে মর্গ।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্তের পর হস্তান্তর করা হবে লাশ। প্রথম দফা পোস্টমর্টেমে স্পষ্ট ফলাফল না মেলায় করা হবে দ্বিতীয়বারের মতো পোস্টমর্টেম।

এর আগে, শুক্রবার কারাগারে চলাফেরার সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন নাভালনি। ওই অসুস্থতা থেকেই মৃত্যু হয় তার। এমন দাবি কারা কর্তৃপক্ষের। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক হিসেবে পরিচিত রুশ বিরোধী নেতা নাভালনি, ২০২১ সাল থেকে কারাবন্দি। ভোগ করছিলেন ৩ দশকের সাজা।

\এআই/

Exit mobile version