Site icon Jamuna Television

গাজায় আবাসিক এলাকা ও শরণার্থী ক্যাম্পে হামলা, নিহত ৬০

আইডিএফ'এর হামলায় নিহত দুই ফিলিস্তিনির মৃতদেহ বহন করছেন কয়েকজন মানুষ। ছবি: আল জাজিরা।

গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ’এর হামলায় মৃত্যু হয়েছে ৬০ জন ফিলিস্তিনির। রোববার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে ফিলিস্তিনি ওয়াফা নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, আইডিএফ’এর মূল টার্গেট ছিল দক্ষিণে রাফাহ, খান ইউনিস ও মধ্যাঞ্চলীয় শহরগুলো। রাফাহ’য় স্থল অভিযান শুরুর শঙ্কায় মধ্যাঞ্চলের দিকে ছুটছে মানুষ। অনেকেই আশ্রয় নিয়েছে দেইর আল বালাহর আশ্রয় শিবিরে। সেখানেও রাতভর চলে বোমাবর্ষণ।

পশ্চিম তীরের তুরমুস আইয়া শহরে বাড়িঘরে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। সেখানে, একটি গাড়িতে আগুনও দিয়েছে সেনারা।

আবাসিক এলাকা ও শরণার্থী শিবির লক্ষ্য করে হয়েছে হামলা। ফলে, নিহত হয়েছেন কমপক্ষে ১০ জন। রাফাহ’র কাছাকাছি মৃত্যু হয়েছে ৭ জনের। ইসরায়েলের আগ্রাসন থেকে রেহাই পাচ্ছে না উত্তরাঞ্চলের মানুষও। এছাড়াও, বেইত হানুন ও গাজা সিটিতে ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা।

\এআই/

Exit mobile version