Site icon Jamuna Television

প্যারোলে মুক্তি পেলেন থাকসিন সিনাওয়াত্রা

থাকসিন সিনাওয়াত্রা। ছবি: আল জাজিরা।

মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা। ব্যাংককের নিজ বাড়িতে ফিরেছেন ৭৪ বছর বয়সী এই নেতা। শনিবার (১৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রোববার ভোরে, কারা হাসপাতাল থেকে বের হতে দেখা যায় তাকে। কালো মার্সিডিজে চেপে রওয়ানা দেন বাড়ির উদ্দেশ্যে। সে সময় তার সাথে ছিলেন ছোট মেয়ে, ক্ষমতাসীন পিউ থাই পার্টির প্রধান পেতোংতার্ন সিনাওয়াত্রা। বাড়ির গেটে থাকসিনকে স্বাগত জানিয়ে হাতে লেখা একটি ব্যানারও টাঙানো ছিল।

এর আগে, ২০০৬ সালে, সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা থেকে উৎখাত করা হয় থাকসিনকে। এরপর, ২০০৮ সালে গ্রেফতার এড়াতে দেশ ছাড়েন তিনি। ১৫ বছর স্বেচ্ছায় নির্বাসনে থাকার পর, ২০২৩ সালের আগস্টে দেশে ফেরেন থাকসিন। তাকে গ্রেফতার করে পাঠানো হয় কারাগারে। এক সপ্তাহের মধ্যেই রাজকীয় ক্ষমার আবেদন করেন তিনি। চলতি সপ্তাহের শুরুতে মঞ্জুর হয় প্যারোল।

\এআই/

Exit mobile version