Site icon Jamuna Television

পেনাল্টি ছাড়া গোলের হিসাবে মেসিকে ছাড়িয়ে রোনালদোর বাজিমাত

ক্যারিয়ারে নন-পেনাল্টি গোলের হিসেবে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে ছাড়িয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সৌদি প্রো লিগের ম্যাচে আল ফাতেহর বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোর করা প্রথম গোলে এ রেকর্ড গড়েন সিআরসেভেন।

এ গোলটি ছিল রোনালদোর ক্যারিয়ারে ৭১৪তম নন-পেনাল্টি গোল। এর আগে নন-পেনাল্টি গোলের হিসেবে লিওনেল মেসির সমান ৭১৩টি গোল ছিলো তার। তবে দুজনের মাঠে নামার পরিসংখ্যানে মেসির চেয়ে ১৫৯ ম্যাচ বেশি খেলেছেন রোনালদো।

এদিন রোনালদোর গোলেই প্রথমে লিড পায় আল নাসর। ম্যাচের ১৭ মিনিটে আল ঘানামের বাড়ানো বল নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন তিনি।

ম্যাচের ২৬ মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন আল নাসর গোলরক্ষক রাখেদ আল-নাজ্জার। ২৯ মিনিটে আল নাজদির জোরালো শটে ম্যাচে ফেরে আল ফাতেহ। ১-১ সমতায় প্রথমার্ধ শেষ হয়।

ম্যাচের দ্বিতীয়ার্ধে দুদলই আক্রমণ-পাল্টা আক্রমণে গোল পেতে মরিয়া হয়ে ওঠে। ম্যাচের ৭২ মিনিটে ভাগ্য ফেরে আল নাসরের। ওতাভিওর গোলে লিড পায় রোনালদোর দল।

বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-১ এ ম্যাচ জিতে মাঠ ছাড়ে আল নাসর। এ জয়ে লিগে ২০ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করছে আল নাসর। অপরদিকে এক ম্যাচ কম খেলে ৫৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে নেইমারের আল হিলাল।

উল্লেখ্য, গতকালের ম্যাচে রোনালদোর করা গোলে বর্তমানে সব পরিসংখ্যানে মেসির চেয়ে ব্যক্তিগত গোলের হিসেবে এগিয়ে সিআরসেভেন। সর্বমোট গোলের পাশাপাশি, আন্তর্জাতিক, ক্লাব, পেনাল্টি ও নন-পেনাল্টি সব সূচকে এখন এগিয়ে পর্তুগিজ সুপারস্টার।

/এমএইচআর/এমএইচ

Exit mobile version