Site icon Jamuna Television

জামিন পেলেন এমপি মহিউদ্দিন বাচ্চু

আচরণবিধি লঙ্ঘনের মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে আইনি সহায়তা নিতে চট্টগ্রাম মেট্রোপলিটন মো. সালাউদ্দিনের আদালতে হাজির হন তিনি। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেন এমপি বাচ্চু। এক হাজার টাকা বন্ডে তাকে বিচারক স্থায়ী জামিন দেন।

বিচারিক প্রক্রিয়া নিষ্পত্তির জন্য আগামী ১২ মে দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে ভোটের আগে আচরবিধি লঙ্ঘন করে মসজিদ-মন্দিরে অনুদানের চেক বিতরণের অভিযোগ তোলেন, প্রতিদ্বন্দ্বী মনজুর আলম। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কমিশন তার বিরুদ্ধে মামলা দায়ের করে। গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

এটিএম/

Exit mobile version