Site icon Jamuna Television

৬ দফা দাবিতে সোমবার সম্পাদক পরিষদের মানববন্ধন

ডিজিটাল আইনের ৯টি ধারা সংশোধন নিয়ে তিন মন্ত্রী প্রতিশ্রুতির বরখেলাপ করেছেন বলে অভিযোগ করেছে সম্পাদক পরিষদ। ৬ দফা দাবিতে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে সম্পাদক পরিষদ।

শনিবার বেলা সাড়ে ১২টায় জাতীয় প্রেস ক্লাবের ভিঅাইডি লাউঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পরিষদের নেতারা।

সংসদের শেষ অধিবেশনে আইনটির সংশ্লিষ্ট ধারা সংশোধনের দাবি জানান সাধারণ সম্পাদক মাহফুজ আনাম। তিনি জানান, আইনমন্ত্রী, তথ্যমন্ত্রী ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেছিলেন, বাক স্বাধীনতা বিরোধী বিতর্কিত ধারারগুলোর সংশোধন প্রস্তাব মন্ত্রিসভায় তুলে ধরা হবে। কিন্তু তার কিছুই না করে আইনটি রাষ্ট্রপতির স্বাক্ষরে চূড়ান্ত করা হয়েছে। আইনটি সংশোধন না করা পর্যন্ত কাউকে হয়রানি না করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। উচ্চ আদালতের অনুমতি ছাড়া গণমাধ্যমের কম্পিউটার বন্ধ করা এবং মামলা তদন্তে প্রেস কাউন্সিলকে রাখার দাবিও করা হয়।

Exit mobile version