Site icon Jamuna Television

উগান্ডায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে

আফ্রিকার দেশ উগান্ডায় ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ জনে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে।

বৃহস্পতিবার থেকে শুরু হওয়া প্রবল বৃষ্টিপাতে দেশটির বুকালাসি এলাকায় ঘটে এই ভূমিধস। পার্বত্য এলাকাটির অনেক ঘরবাড়ি মাটিচাপা পড়েছে।

খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে স্থানীয় কর্তৃপক্ষ। গুরুতর আহত অবস্থায় উদ্ধার হওয়াদের হাসপাতালে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

এরইমাঝে, দুর্যোগ কবলিত এলাকায় ত্রাণ কার্যক্রম শুরু করেছে রেডক্রস। ২০১০ সালে, এই এলাকার ভূমিধসে প্রাণ যায় শতাধিক মানুষের।

Exit mobile version