Site icon Jamuna Television

হাসপাতালে ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন মোস্তাফিজ

ফাইল ছবি

মাথায় আঘাতের পর আপাতত ঝুঁকিমুক্ত মোস্তাফিজুর রহমান। তবে চিকিৎসার নিয়ম মেনে তাকে কমপক্ষে ২৪ থেকে ৪৮ ঘণ্টা হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হবে। এমনটিই জানিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফিজিও এসএম জাহিদুল ইসলাম সজল। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে তিনি গণমাধ্যমকে এ তথ্য জানান।

এর আগে, মোস্তাফিজুর রহমানের সিটিস্ক্যান করানো হয়। পরে জানা যায়, তার ইন্টারনাল ইনজুরি নেই। তবে ক্ষতস্থানে একাধিক সেলাই পড়েছে।

কুমিল্লার পক্ষ থেকে জানানো হয়, ফিজের আঘাতের ক্ষত মাথার বেশি গভীরে যায়নি। মাথায় রক্ত জমাটও বাধেনি। যেটি চিকিৎসকদের জন্য স্বস্তিদায়কও। মোস্তাফিজকে প্রাথমিকভাবে কয়েক ঘণ্টা নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে। এর মধ্যে অবস্থার উন্নতি হলে তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হবে। আর উন্নতি না হলে তাকে আরও কিছু সময় হাসপাতালে রাখা হবে।

চিকিৎসকরা আশা করছেন, আগামী ৫ থেকে ৬ দিনের মধ্যে তার ব্যথা অনেকটাই কমে যাবে। তবে, বিপিএলের গ্রুপ পর্বে কুমিল্লার হয়ে বাকি ম্যাচগুলো খেলা হচ্ছে না এই পেসারের। নকআউট পর্বের ম্যাচ খেলতে পারবেন কিনা, সেটিও অনিশ্চিত।

রোববার দুপুরে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নেটে কুমিল্লা ভিক্টোরিয়ানস দল অনুশীলন করছিল। মোস্তাফিজ নেটে বোলিং করার সময়ই মাথায় আঘাত পান। তিনি বল করে রান আপ নিতে ফিরছিলেন। এসময় উইন্ডিজ ক্রিকেটার ম্যাথু ফোর্ডের হাকানো বল আঘাত করে মোস্তাফিজের মাথার বাঁ দিকে। এতে মাঠেই বসে পড়েন তিনি। এরপর দ্রুতই অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেয়া হয়।

/এনকে

Exit mobile version