Site icon Jamuna Television

কুয়েতে রমজানে অফিস ৪ ঘণ্টা

ছবি- রয়টার্স

আসন্ন রমজান মাসে কুয়েতে কর্মীদের জন্য অফিস সময় কমিয়ে চার ঘণ্টা করার ঘোষণা দেয়া হয়েছে। কুয়েত সিভিল সার্ভিস কমিশনের (সিএসসি) আর্থিক ও প্রশাসনিক বিষয়ক খাত কর্মীদের কর্মক্ষমতা মূল্যায়ন পর্যালোচনা শেষে এ সিদ্ধান্ত নিয়েছে। খবর গালফ নিউজের।

খবরে বলা হয়েছে, কর্মীদের জন্য আরও দুটি বাড়তি সুযোগ রাখা হচ্ছে। চার ঘণ্টার অফিস সময়ের পাশাপাশি নারী কর্মীরা ১৫ মিনিট করে বাড়তি দুটি সুযোগ পাবেন। তারা অফিস শুরুর ১৫ মিনিট পর ও অফিস শেষের ১৫ মিনিট আগে অফিস ত্যাগ করতে পারবেন।

অন্যদিকে পুরুষ কর্মীরা সকালে অফিস শুরুর ১৫ মিনিট পরেও আসতে পারবেন। তবে তাদেরকে অফিস শেষের পর ১৫ মিনিটসহ ৪ ঘণ্টা ১৫ মিনিট কাজ করতে হবে।

দেশটির আর্থিক ও প্রশাসনিক বিষয়ক সহকারী আন্ডার সেক্রেটারি সালাহ খালেদ আল সাকাবি বলেন, যোগ্য কর্মীরা রমজান মাসে পারফরমেন্স বোনাস পাবেন। যেটি ২০২৩–২৪ অর্থবছরের বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে।

/এনকে

Exit mobile version