Site icon Jamuna Television

দেশে রিজার্ভ সঙ্কট নেই: গণপূর্ত মন্ত্রী

রাজশাহী ব্যুরো:

দেশে রিজার্ভের কোনো সঙ্কট নেই বলে দাবি করেছেন গৃহায়ণ ও গণপূর্ত বিষয়ক মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীতে সাংবাদিকদের সাথে আলাপকালে এ তথ্য জানান তিনি।

গণপূর্ত মন্ত্রী বলেন, রিজার্ভের জন্য কোনও উন্নয়ন প্রকল্পের কার্যক্রমে স্থবিরতা নেই। সকল কাজ নিয়ম অনুযায়ী চলছে। সরকারি বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সমন্বয়ের অভাবে মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পগুলোতে দীর্ঘসূত্রিতা বাড়ছে বলে এ সময় জানান তিনি।

তিনি আরও বলেন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) অনুমতি ছাড়া নতুন আবাসন নির্মাণ করা যাবে না। এর ব্যত্যয় ঘটলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

/আরএইচ/এমএন

Exit mobile version