Site icon Jamuna Television

মেডিকেল সেক্টরে মাফিয়ারা কাজ করে: হাইকোর্ট

দেশের মেডিকেল সেক্টরে মাফিয়ারা কাজ করে, রাতারাতি এ সমস্যার সমাধান হবে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। শিশু আয়ানের মৃত্যুর মামলার আদেশের জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন।

পাশাপাশি আদালত বলেন, স্বাস্থ্যখাত নিয়ে সবার সচেতন হওয়া প্রয়োজন। শুধু আদেশ দিলাম, পত্রিকায় নাম আসল এটা আমরা চাই না। ১৮ কোটি মানুষের উপকার হবে এমন কিছু করতে চাই।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ। রিটের পক্ষে ছিলেন অ্যাডভোকেট এ বি এম শাহজাহান আকন্দ মাসুম।

আদালত এই মামলায় দেশের স্বাস্থ্যখাত নিয়ে তথ্য ও আইন তুলে ধরার জন্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরকে ‘ইন্টারভেনর’ হিসেবে অন্তর্ভুক্ত করেন।

এটিএম/

Exit mobile version