Site icon Jamuna Television

নরসিংদীতে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার স্বামী

ষ্টাফ করেসপনডেন্ট, নরসিংদী: 

নরসিংদীতে রুনা বেগম (৪৫) নামে সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগে প্রাক্তন স্বামী  রওশন মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।এসময় আসামির দেয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যাবহৃত ছোরা উদ্ধার করা হয়।

রোববার (১৮ ফেব্রুয়ারি)  দুপুরে সদর মডেল থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কেএম শহিদুল ইসলাম সোহাগ। জানান, সাবেক স্ত্রীকে কুপিয়ে হত্যার পর রাতেই পুলিশ অভিযুক্তকে রাত ১২টার দিকে হাজীপুরের বেঙ্গল নদীঘাট দিয়ে মেঘনা নদীতে নৌকাযোগে ব্রাহ্মণবাড়িয়ার দিকে পালানোর চেষ্টা করলে নৌকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন স্বামী রওশন। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।  

আরও পড়ুন: নরসিংদীতে সাবেক স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ

এর আগে শনিবার (১৭ ফেব্রুয়ারী) রাত ৯টার সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুনা বেগম (৪৫) নরসিংদী পৌর এলাকার দত্তপাড়া মহল্লার আব্দুল করিমের মেয়ে। তিনি হাজীপুর এলাকার একটি ভাড়াটিয়া বাসায় থাকতেন।

এ ঘটনায় শনিবার রাতেই নিহতের ভাই মো. সাহাউদ্দিন বাদী হয়ে রওশনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।  

/এএস

Exit mobile version