Site icon Jamuna Television

ব্রাহ্মণবাড়িয়ায় দু’গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত

সংঘর্ষের সময় বাড়িঘরে হামলা করা হয়

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের পূর্ব বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিকেল পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ চলে। 

আহতদের মধ্যে মামুন, সম্রাট, মনির, রামিম, সাকিব, বাছির মিয়া, সোহেল, তাজিম, সাগর, আশিক, রোকসানা ও আলম ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। 

জানা যায়, নাটাই দক্ষিণ ইউনিয়নের কালিসীমা গ্রামের খানিবাড়ি গোষ্ঠী ও সিরাজ আলী বাড়ির গোষ্ঠী এক গ্রুপে এবং দোলা বাড়ি গোষ্ঠী আরেক গ্রুপ হয়ে এ সংঘর্ষে জড়ায়। আধিপত্য বিস্তার নিয়ে এই দুই গ্রুপের বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে বাকবিতণ্ডা থেকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এর জেরে রোববার বিকেল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। এ সময় প্রায় অর্ধশতাধিক বাড়িঘর ভাঙচুর এবং বেশ কয়েকটি বাড়িতে লুটপাট করা হয়। পাশাপাশি সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়। 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি আসলাম হোসেন জানান, এ ঘটনায় ১৪ জনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

/এনকে

Exit mobile version