Site icon Jamuna Television

অপহৃত মাদ্রাসা ছাত্রী ঢাকা থেকে উদ্ধার

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর দশমিনা থেকে অপহরণের এক মাস সাতদিন পর ঢাকা থেকে মাদ্রাসা ছাত্রী আয়েশাকে উদ্ধার করেছে দশমিনা থানা পুলিশ।

শনিবার সকালে পটুয়াখালী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, গত ৮ সেপ্টেম্বর দশমিনা থানা এলাকা থেকে ভন্ড কবিরাজ হারুন ৭ম শ্রেণির মাদ্রাসা ছাত্রী আয়েশা অক্তারকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় অপহৃতা আয়েশার পিতা বাদী হয়ে থানায় অভিযোগ করলে মাদ্রাসা ছাত্রীকে উদ্ধারে নামে পুলিশ।

এর প্রেক্ষিতে গত ১১ অক্টোবর দুপুরে ঢাকার মুগদা এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় আয়েশাকে। এ সময় ভন্ড কবিরাজ হারুনকেও আটক করা হয়।

Exit mobile version