Site icon Jamuna Television

মহেশপুর সীমান্তে ভারতীয় নাগরিকসহ আটক ২০

ঝিনাইদহ করেসপনডেন্ট:

ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাটিলা সীমান্ত দিয়ে অবৈধভাবে পারাপারের সময় ভারতীয় নাগরিকসহ ২০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৮ ফেব্রুয়ারি) ভোররাতে উপজেলার যাদবপুর ইউনিয়নের মাটিলা সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

মহেশপুর ৫৮-বিজিবির অধিনায়ক এইচএম সালাহউদ্দিন চৌধুরী জানান, মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করেছে এমন সংবাদের ভিত্তিতে মাটিলা সীমান্তে অভিযান চালিয়ে পুরুষ, নারী ও শিশুসহ ২০ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন।

তিনি আরও বলেন, আটক বাংলাদেশি নাগরিকদের ভারত থেকে অবৈধভাবে প্রবেশের অপরাধে মহেশপুর থানায় মামলা দায়ের করে সোপর্দ করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদের ঝিনাইদহ কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

/এএস

Exit mobile version