Site icon Jamuna Television

পাওনা টাকার দাবিতে টঙ্গীতে শ্রমিকদের বিক্ষোভ-ধর্মঘট

গাজীপুর প্রতিনিধি:

পাওয়া টাকার দাবিতে টঙ্গীর সাতাইশ এলাকায় ভিয়েলা টেক্স লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকরা ধর্মঘট ও বিক্ষোভ করেছে।

টঙ্গী পশ্চিম থানার এসআই মো. বাহার আলম জানান, ওই কারখানায় প্রায় সাত হাজারের মত শ্রমিক রয়েছে। শনিবার সকালে অর্জিত ছুটির পুরো টাকা দাবি করলে কারখানার এক কর্মকর্তা এক শ্রমিককে লাঞ্ছিত করেন। এ খবর সহকর্মীদের মধ্যে ছড়িয়ে পড়লে সকাল ১১টা থেকে শ্রমিকরা কারখানার ভেতরে বিক্ষোভ এবং অবস্থান ধর্মঘট শুরু করেন।

ভেতর থেকে কারখানার প্রধান ফটক বন্ধ থাকায় সকাল থেকে পুলিশ ও গণমাধ্যমকর্মীরা ভেতরে ঢুকতে পারেনি। দুপুর ২টা পর্যন্তও শ্রমিকরা কারখানার ভেতরের খোলা স্থানে বিক্ষোভ করেছে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক মো. জসিম উদ্দিন জানান, কারখানা কর্তৃপক্ষ শনিবার শ্রমিকদের ছুটির পাওনা টাকা দেয়ার কথা ছিল। কিন্তু তারা শ্রমিকদের দাবিকৃত পুরো টাকা না দিয়ে অর্ধেক বা আরো কম টাকা দিতে চাইলে শ্রমিকরা তা প্রত্যাখান করে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট শুরু করে। তবে তারা কোন ভাংচুর করেনি।

Exit mobile version