Site icon Jamuna Television

জিম্মিদের মুক্তি দিতে হামাসকে ইসরায়েলের ডেডলাইন

জিম্মিদের মুক্তির জন্য হামাসকে ডেডলাইন বেঁধে দিলো ইসরায়েল। ১০ মার্চের মধ্যে সব বন্দিকে ছাড়া না হলে, রাফায় বড় ধরণের স্থল অভিযান শুরু করবে তেল আবিব-দিয়েছে এমন হুঁশিয়ারি।

যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য বেনি গানৎজ বলেন, রমজানের আগে যদি সব বন্দি ঘরে না ফেরে তবে গাজার সর্বত্র ছড়াবে যুদ্ধ। বাদ যাবে না রাফাও। তবে বেসামরিক প্রাণহানি কমাতে ব্যবস্থা নেয়া হবে বলেও দাবি করেন ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও মিসরের সহায়তায় কাজ চলবে সাধারণ ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার। গাজার দক্ষিণাঞ্চলে জনবহুল শহরটিতে স্থল অভিযান শুরুর বিষয়ে এবারই প্রথম সম্ভাব্য সময় উল্লেখ করলো তেলআবিব। তবে পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানায়নি। গাজার ১৫ লাখ বাসিন্দার ঠাঁই এখন রাফা। সেখানেও চলছে অবিরাম বিমান হামলা। আন্তর্জাতিক চাপ-নিন্দা উপেক্ষা করে চলছে স্থল অভিযানের পরিকল্পনা।

এটিএম/

Exit mobile version