Site icon Jamuna Television

অভিযানে গিয়ে নিহত দুই মার্কিন পুলিশ

যুক্তরাষ্ট্রে পারিবারিক সহিংসতার খবরে অভিযানে গিয়ে প্রাণ হারালেন দুই পুলিশ কর্মকর্তাসহ তিনজন। আহত হয়েছেন আরও একজন।

রোববার (১৮ ফেব্রুয়ারি) মিনেসোটায় হয় এমন ঘটনা। কর্তৃপক্ষ জানায়, বিপজ্জনক পরিস্থিতির কথা জানিয়ে এক বাড়ি থেকে ফোন দেয়া হয় নিরাপত্তা বাহিনীকে। খবর পেয়ে দ্রুত অভিযানে যায় পুলিশ। সেখানে দোতলা ভবনের একটি ঘরে হামলাকারীসহ বেশ কয়েকজন ছিল। ভেতরে প্রবেশ করতেই পুলিশকে লক্ষ্য করে চালানো হয় গুলি। পাল্টা গুলি ছোঁড়ে পুলিশও।

সন্দেহভাজন হামলাকারীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তবে তার পরিচয় বা উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত জানায়নি। বাড়ির অন্য সদস্যরা নিরাপদে আছেন। নিহত দুই পুলিশ সদস্যের বয়স ২৭ বছর। প্রাণ হারানো অপর ব্যক্তির বয়স ৪০। ফায়ার সার্ভিসের একজন প্যারামেডিক সদস্য তিনি। এ ঘটনার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে অঞ্চলটিতে।

এটিএম/

Exit mobile version