Site icon Jamuna Television

শহীদ মিনার ঘিরে থাকবে ৪ স্তরের নিরাপত্তা: ডিএমপি কমিশনার

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির কোনো নিরাপত্তা ঝুঁকি না থাকলেও ৪ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকালে জাতীয় শহীদ মিনারে নিরাপত্তা পরিস্থিতি দেখতে এসে একথা জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। তিনি জানান, ফায়ার সার্ভিস, মেডিকেল টিমসহ একাধিক সাপোর্ট টিম থাকবে শহীদ মিনার প্রাঙ্গণের চারপাশে। এ ছাড়া ড্রোন পেট্রোলিং, সাইবার পেট্রোলিং ও গোয়েন্দা পেট্রোলিংয়ের ব্যবস্থা নেয়া হয়েছে।

এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাধারণের চলাচল নির্বিঘ্ন ওইদিন শাহবাগ, দোয়েল চত্বর, নীলক্ষেত ক্রসিংসহ ১৩টি মোড় বন্ধ থাকবে।

এটিএম/

Exit mobile version