Site icon Jamuna Television

এখনও কিছুই বলতে পারছে না পুলিশ

(সুদীপ্তের ফেসবুক থেকে নেয়া ছবি)

চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যার ঘটনায় অজ্ঞাত ৭/৮ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল শুক্রবার গভীর রাতে নিহতের বাবা বাবুল বিশ্বাস বাদি হয়ে সদরঘাট থানায় মামলা করেন।

তবে কে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। গতকাল সকালে মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্তকে বাড়ি থেকে ডেকে নেয় কয়েকজন। এরপর তাকে এলোপাতাড়ি পিটিয়ে পালিয়ে যায় তারা।

আহত অবস্থায় সুদীপ্তকে হাসপাতালে নেয়া হলে বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের প্রতিবাদে নগরীর নিউমার্কেট এলাকায় গাড়িতে আগুন দেয় ও ভাঙচুর চালায় তার অনুসারী ছাত্রলীগ নেতাকর্মীরা।

Exit mobile version