Site icon Jamuna Television

মালয়েশিয়ায় সমুদ্র থেকে বাংলাদেশির মরদেহ উদ্ধার

আহমাদুল কবির, মালয়েশিয়া:

মালয়েশিয়ার সমুদ্র সৈকত থেকে মোহাম্মদ রাশিদুল (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেশটির কোয়ান্তান রাজ্যের কাম্পুং বারু গেবেং সমুদ্রে ঢেউয়ের কবলে পড়ে ডুবে গিয়েছিলেন তিনি।

জানা যায়, রোববার (১৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টার দিকে রাশিদুল তার আরও দুই বন্ধুর সাথে গেবেং সমুদ্র সৈকত গোসল করতে নামেন। এরপর সাঁতার কাটতে কাটতে সৈকত থেকে প্রায় ১০০ মিটার দূরে গেলেই ঢেউয়ের কবলে পড়েন তারা। দুই বন্ধু নিজেদের বাঁচাতে সক্ষম হলেও রাশিদুল নিখোঁজ হন।

পরে রাশিদুলের বন্ধুরা তাদের কারখানা ম্যানেজারকে বিষয়টি জানালে তিনি স্থানীয় পুলিশকে বিষয়টি জানান। পরে পুলিশ বিকেল ৫টার দিকে সৈকত থেকে প্রায় এক কিলোমিটার দূর থেকে মোহাম্মদ রাশিদুলের মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানিয়েছে, নিহত প্রবাসীর মরদেহ ময়নাতদন্তে স্থানীয় টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে রাখা হয়েছে।

/এনকে  

Exit mobile version