Site icon Jamuna Television

মোস্তাফিজ ভালো আছে, রাতে ফিরতে পারেন হোটেলে

ছবি: সংগৃহীত

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পেসার মোস্তাফিজুর রহমানকে আরও ২৪ ঘণ্টা হাসপাতালে রাখা হবে কীনা সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি এখনো। দুপুরের পর, মাথায় আঘাতপ্রাপ্ত মোস্তাফিজের অবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। মোস্তাফিজের সর্বশেষ অবস্থা জানিয়েছেন কুমিল্লার অধিনায়ক লিটন দাস।

টসের সময় ধারাভাষ্যকার আতাহার আলী খান লিটনের কাছে জানতে চান কেমন আছেন মোস্তাফিজ, জবাবে লিটন বলেন, সে ভালো আছে। এখনো হাসপাতালে আছে। আশা করছি রাতে হোটেলে দলের সাথে যুক্ত হবে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলনের সময় আহত হন মোস্তাফিজ। তখন পাশাপাশি নেটে ব্যাট করছিলেন লিটন দাস ও ম্যাথু ফর্ড।  মোস্তাফিজ ও নেট বোলাররা বল করছিলেন তাদের। নিজের বোলিং শেষে ফেরত আসার সময় আরেকজন বোলারের বলে পাশের নেট থেকে ফর্ডের শট এসে লাগে মোস্তাফিজের মাথার বাম পাশে। এই সময় তার মাথা থেকে রক্ত পড়তে দেখা যায়। দ্রুত হাসপাতালে নিয়ে করা হয় সিটি স্ক্যান। তাতে মোস্তাফিজের মাথায় কোন অভ্যন্তরীণ রক্তক্ষরণ মেলেনি।

রিপোর্ট ভালো আসার পরও সতর্কতা হিসেবে বাঁহাতি পেসারকে পর্যবেক্ষণে রেখে দেয়া হয়। ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণেও কোনো অস্বাভাবিকতা মেলেনি। তাই রাতেই তিনি দলে যোগ দিচ্ছেন। খেলতে পারেন কুমিল্লার পরের ম্যাচগুলোতে। এবারের বিপিএলে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ১১ উইকেট শিকার করেছেন মোস্তাফিজ।

/আরআইএম

Exit mobile version