Site icon Jamuna Television

রাজবাড়ীর দৌলতদিয়ায় বাস চাপায় ২ স্কুলছাত্রী নিহত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া-গোয়ালন্দ সড়কে বাস চাপায় ২ স্কুল ছাত্রী নিহত হয়েছে।
নিহতরা হলো,দৌলতদিয়া উম্বার কাজীর পাড়া গ্রামের জামাল সেখের মেয়ে কেয়া (১৫),যদু ফকিরের পাড়া গ্রামের সালাম মন্ডলের মেয়ে চাদনী (১৫)।

শনিবার (১৩ অক্টোবর) দুপুর দেড়টার দিকে দৌলতদিয়া সড়কে এ ঘটনা ঘটে। নিহত কেয়া ও চাঁদনী দৌলতদিয়া মডেল হাই স্কুলের নবম শ্রেণির ছাত্রী।

গোয়ালন্দ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এজাজ শফি জানান, দুপুরে দেড়টার দিকে রাস্তা পার হবার সময় দ্রুতগতিতে আসা একটি বাসের নিচে চাপা পরে দুই ছাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘাতক চালক ও বাস আটকে অভিযান করছে পুলিশ।

Exit mobile version