Site icon Jamuna Television

কোনো অপারেটরকে বিশেষ সুবিধা নয়: বিটিআরসি

কোনো অপারেটরকে বিশেষ সুবিধা দেবে না বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এমনকি গ্রামীনফোনের অনূকুলে এমন কোনো তরঙ্গ বরাদ্দ দেয়া হবে না, যাতে অন্য অপারেটরের গ্রাহকদের ভোগান্তিতে পড়তে হয়। সব অপারেটরের সাথে আলোচনা করেই ৮শ’ ৫০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ বরাদ্দের সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।

টেলিকম খাতের সমসাময়িক বিষয় নিয়ে সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে মতবিনিময় সভার আয়োজন করে বিটিআরসি। তাতে সাংবাদিকের প্রশ্নে বিটিআরসির স্পেকট্রাম বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ মনিরুজ্জামান জুয়েল স্পষ্ট করেন, ৮শ’ ৫০ মেগাহার্টজ ব্যান্ডের তরঙ্গ কেবল গ্রামীনফোনকে বরাদ্দ দেয়া হলে বাকি অপারেটরের গ্রাহকদের অতিরিক্ত কলড্রপসহ ভয়েস কলের ক্ষেত্রে ভোগান্তিতে পড়ার শঙ্কা আছে।

রেডিয়েশন ইস্যূতে টাওয়ার স্থাপনের ক্ষেত্রে জটিলতা তৈরি হচ্ছে জানিয়ে বিটিআরসি চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে টাওয়ার থেকে মানবদেহের জন্য ক্ষতিকর কোনো রেডিয়েশন ছড়ায় না।

ইন্টারনেটভিত্তিক জুয়া ও পর্ণ সাইট পুরোপুরি বন্ধ করতে মাঠ পর্যায়ে জোরদার অভিযান চালানো হবে বলেও জানিয়েছে বিটিআরসি।

/এমএন

Exit mobile version