Site icon Jamuna Television

বেনামি আসামির নামে সাধারণ মানুষকে হয়রানি করা হয়: ড. মোমেন

বিভিন্ন মামলায় বেনামি আসামির নামে সাধারণ মানুষ হয়রানির শিকার হয় বলে জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বলেছেন, এটি বন্ধ করা গেলে পুলিশের সুনাম আরও বাড়বে।

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে সম্পূরক প্রশ্নে এ কথা বলেন তিনি। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, মামলার প্রয়োজনেই এটি করা হয়।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের উদাহরণ টেনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ওই সময় যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিল, তাদের সবাইকে চিহ্নিত করা সম্ভব নয়। যে কারণে অজ্ঞাতদের আসামি করা হয়। পরে তদন্ত সাপেক্ষে যারা দোষী তাদের আটক করা হয়েছে। মামলার চার্জশীটে কেবল অপরাধীদের উল্লেখ করা হয় বলেও দাবি করেন তিনি।

আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ৯৯৯ সেবা আরও আধুনিকায়নের কাজ চলছে। এছাড়া দুবলার চরে রাশমেলাকালীন সময়ে অস্থায়ী পুলিশ ক্যম্প করার আশ্বাস দেন তিনি।

পরিকল্পনামন্ত্রী আব্দুস সালামের কাছে এক সম্পূরক প্রশ্নে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু অভিযোগ করেন, গরীব ও ধনীর বৈষম্য এখন অনেক বেশি।

/এমএন

Exit mobile version