Site icon Jamuna Television

কোটা পুনর্বহালের দাবিতে মুক্তিযোদ্ধা পরিবার পরিষদের প্রতীকী অনশন

মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি ও মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ কর্মসূচির ঘোষণা করেছে মুক্তিযোদ্ধা সন্তানদের সংগঠন শহীদ মুক্তিযোদ্ধা পরিবার পরিষদ।

শনিবার সকালে এই দাবিতে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রতীকী অনশন কর্মসূচি করেন সংগঠনটির নেতারা।

এসময় তারা বলেন, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের হেয় করতেই সরকারের কিছু আমলা ও একটি মহল এই কোটা বাতিল করেছে। যারা এ প্রক্রিয়ায় জড়িত তাদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।

পরে মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে ২৪ অক্টোবর সারা দেশে, জেলা ও মহানগরে কালো কাপড় বেঁধে প্রতিবাদ সভা ও ১৭ নভেম্বর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করা হয়।

Exit mobile version