Site icon Jamuna Television

ইসরায়েলি হামলায় অচল গাজার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল

ইসরায়েলি হামলায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে গাজার দ্বিতীয় বৃহত্তম আল নাসের হাসপতাল। যুদ্ধের কারণে জ্বালানি ঘাটতিতে গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি) এই হাসপাতালটি বন্ধ হয়ে যায়। খবর রয়টার্স ও আল জাজিরার।

বন্ধ হয়ে যাওয়ার সময় হাসপাতালটিতে প্রায় ২০০ রোগী ছিল। এর মধ্যে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় অন্তত প্রাণ গেছে ৮ রোগীর। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসের এ হাসপাতালটিতে রোগীদের দেখাশোনা করছিলেন মাত্র চারজন চিকিৎসাকর্মী।

গাজার দক্ষিণাঞ্চলীয় এলাকায় চিকিৎসা সেবার মেরুদণ্ড বলা হয়ে থাকে এই আল নাসের মেডিকেল হাসপাতালকে। এর পরিষেবা বন্ধ করার অর্থ হলো খান ইউনিস ও রাফাহতে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দেয়া, এমনটাই বলছে কর্তৃপক্ষ।

/এমএন

Exit mobile version