Site icon Jamuna Television

গাজায় নিহতের সংখ্যা ছাড়ালো ২৭ হাজার

প্রিয় সন্তানকে হারিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন একজন ফিলিস্তিনি মা। ছবি: আল জাজিরা।

আজ ইসরায়েল-হামাস যুদ্ধের ১৩৭তম দিন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ’ এর হামলায় গাজায় ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২৯ হাজারে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম টাইম ম্যাগাজিন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গেল ৭ অক্টোবর থেকে উপত্যকাটিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হামলা সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে মারাত্মক ও ধ্বংসাত্মক সামরিক অভিযান বলে মনে করছেন বিশ্লেষকরা।

এছাড়া আগ্রাসনে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজার ২৩ লাখ বাসিন্দার মধ্যে ৮৫ শতাংশই বাস্তুচ্যুত হয়েছেন। যাদের মধ্যে ১০ লাখেরও বেশি সীমান্তবর্তী শহর রাফাহতে আশ্রয় নিয়েছেন। তবে, সম্প্রতি সেখানেও হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা।

এর আগে, আল নাসের হাসপাতালে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। আটক করে ডাক্তার-নার্সসহ ৭০ স্বাস্থ্যকর্মীকে। এদিকে জাতিসংঘ জানিয়েছে, ক্ষুধা ও বিভিন্ন রোগ গাজার শিশুদের জন্য ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে।

\এআই/

Exit mobile version