Site icon Jamuna Television

ফিলাডেলফিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড

টানা কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ফিলাডেলফিয়া ফায়ার সার্ভিস। ছবি: সিবিএস নিউজ।

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৯ ফেব্রুয়ারি) শহরটির ফ্রান্সিসভিল এলাকায় আগুন লাগে। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম সিবিএস নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রিজ এভিনিউতে তিন তলার একটি ভবনে আগুন লাগে। সেখান থেকে আগুন পাশের আরেকটি চার তলার ভবনে ছড়িয়ে পরলে আতংক বাড়তে থাকে। আগুনের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস। টানা কয়েক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় ফিলাডেলফিয়া ফায়ার সার্ভিস। বলা হচ্ছে প্রথম তিন তলা এবং দ্বিতীয় চার তলা ভবনের আগুনে কোন হতাহতের ঘটনা ঘটে নি।

এ প্রসঙ্গে সহকারী উপ-পরিচালক ডেরেক বোমার বলেছেন, ভবন দুটিতে আগুন লাগায় অন্তত ২০ জন মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ইতোমধ্যে বাসিন্দাদের ভবন থেকে নিরাপদে অন্যত্র সরিয়ে নিয়েছে প্রশাসন।

\এআই/

Exit mobile version