Site icon Jamuna Television

বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে মোটরসাইকেলের দুর্ঘটনায় শিক্ষার্থী নিহত

মেডিকেল প্রতিবেদক:

ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের রাজেন্দ্রপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মোঃ রেদোয়ান নামে এক যুবক নিহত হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১৮ বছর।

রেদোয়ান পুরান ঢাকার ৬২ নং রুপচান লেন, সূত্রাপুর এলাকার মোঃ আকরাম মিয়ার ছেলে। সে একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত পৌনে বারোটার দিকে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলে আনা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক রেদোয়ানকে মৃত ঘোষণা করেন।

নিহতকে হাসপাতালে নিয়ে আসা এলাকাবাসী বিশাল জানান, তার প্রতিবেশী ছিলেন রেদোয়ান। গতরাতে বন্ধুদের নিয়ে মোটরসাইকেলে মাওয়া ঘাটে ঘুরতে যায়। ফেরার পথে রাজেন্দ্রপুর এলাকায় তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় সে। পরবর্তীতে অন্যান্য বন্ধুরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক জানান, সে আর বেঁচে নেই।

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

\এআই/

Exit mobile version