Site icon Jamuna Television

রাবি সাংবাদিক সমিতির নতুন সভাপতি ইমতিয়াজ, সাধারণ সম্পাদক রিপন

সভাপতি (বাঁয়ে) ও সাধারণ সম্পাদক

রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি মনোনীত হয়েছেন দৈনিক দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নোমান ইমতিয়াজ ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি রিপন চন্দ্র রায়।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাতে সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় ১৫ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন সংগঠনের সাবেক সভাপতি ও দৈনিক খবরের কাগজের রাজশাহী ব্যুরো প্রধান এনায়েত করিম।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি আব্দুস সবুর লোটাস (কালবেলা) ও অর্পণ ধর (সমকাল), যুগ্ম-সাধারণ সম্পাদক ইরফান তামিম (সোনালী সংবাদ), কোষাধ্যক্ষ আসিফ আজাদ সিয়াম (দৈনিক বাংলা), সাংগঠনিক সম্পাদক সাজিদ হোসেন (প্রথম আলো), দফতর সম্পাদক সিরাজুল ইসলাম সুমন (খবরের কাগজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক মীর কাদির (ডেইলি মেসেঞ্জার), সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আল-মামুন আশিক (আমার সংবাদ), ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন (নয়া শতাব্দী), কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক ফাহির আমিন (সময়ের আলো)।

এছাড়া কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, মাহবুব হাসান (কালের কণ্ঠ), শাকিবুল হাসান (রাইজিংবিডি) এবং জাহিদুল ইসলাম (সাম্প্রতিক দেশকাল)। কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন গোলাম রববিল ও আব্দুল আহাদ।

নতুন কমিটির উপদেষ্টা হিসেবে রয়েছেন, তৌসিফ কাইয়ুম (বাংলা ট্রিবিউন), সাইফুর রহমান (ডিবিসি নিউজ) ও সোহানুর রহমান রাফি (ইউএনবি)।

কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন, রাবিসাসের সাবেক সহ-সভাপতি ও কালবেলার রাজশাহী ব্যুরো প্রধান আমজাদ হোসেন শিমুল, সাবেক সভাপতি ও নিউ এজ’র নিজস্ব প্রতিবেদক সুজন আলী এবং বিদায়ী কমিটির উপদেষ্টা ও সময়টিভির নিউজরুম এডিটর নূর আলম।

এদিকে, নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাবি রিপোর্টার্স ইউনিটি, রাবি প্রেসক্লাব, রাবি ছাত্রলীগ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ দেশের বিভ্ন্নি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন।

/এনকে

Exit mobile version