Site icon Jamuna Television

ক্রিকইনফোর বর্ষসেরা বোলিং পুরস্কার জিতলেন মারুফা

ছবি: সংগৃহীত

বছর শেষে সেরা পারফর্মারদের বেছে নেয় ইএসপিএনক্রিকইনফো। ২০২৩ সালের বর্ষসেরা পারফর্মারদের মনোনয়ন তালিকায় ছিলেন বাংলাদেশের নারী ক্রিকেটার মারুফা আক্তার। নিকটতম প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার নাডিন ডে ক্লার্ককে হারিয়ে বর্ষসেরা নারী বোলিং পারফর্মার বিবেচিত হয়েছেন বাংলাদেশের এই পেসার।

গত জুলাইয়ে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জেতে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিরপুরে পাওয়া মেয়েদের সেই ঐতিহাসিক জয়ে সবচেয়ে বড় ভূমিকা মারুফা আক্তারের। ৭ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছিলেন এই পেসার। মারুফার সেই বোলিং ইএসপিএনক্রিকইনফোর সেরা নারী ওয়ানডে বোলিং পারফরম্যান্স নির্বাচিত হয়।

ক্রিকইনফোর সেরা টেস্ট ব্যাটিং নির্বাচিত হয়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ট্রাভিস হেডের খেলা ১৬৩ রানের ইনিংস। সেরা বোলিং স্পেল ভারতের বিপক্ষে ইন্দোরে নাথান লায়নের ৬৪ রানে ৮ উইকেট।

ছেলেদের সেরা ওয়ানডে ব্যাটিং পারফরম্যান্স বাছাই করতে হয়তো ক্রিকইনফোকে কোনো কষ্টই করতে হয়নি। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েলের ২০১ রানের অপরাজিত ইনিংসটিই সেরা ব্যাটিং পারফরম্যান্স। সেরা ওয়ানডে বোলিং পারফরম্যান্স হয়েছে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ সেমিফাইনালে মোহাম্মদ শামির ৫৭ রানে নেয়া ৭ উইকেট।

সেরা টি-টোয়েন্টি ব্যাটিং পারফরম্যান্স রাজকোটে শ্রীলঙ্কার বিপক্ষে সূর্যকুমার যাদবের খেলা ১১২ রানের ইনিংস। সেরা টি-টোয়েন্টি পারফরম্যান্স নির্বাচিত হয়েছে জোহানেসবার্গে আলজারী জোসেফের ৪০ রানে নেয়া ৫ উইকেট।

এক নজরে ইএসপিএনক্রিকইনফোর বিজয়ী খেলোয়াড়েরা:

ছেলেদের সেরা টেস্ট ব্যাটিং: ট্র্যাভিস হেড
ছেলেদের টেস্ট বোলিং: নাথান লায়ন
ছেলেদের ওডিআই ব্যাটিং: গ্লেন ম্যাক্সওয়েল
ছেলেদের ওডিআই বোলিং: মহম্মদ শামি
ছেলেদের টি-টোয়েন্টি ব্যাটিং: সুরিয়া কুমার যাদব
ছেলেদের টি-টোয়েন্টি বোলিং: আলজারি জোসেফ
ছেলেদের টি-টোয়েন্টি লিগ ব্যাটিং: নিকোলাস পুরান
ছেলেদের টি-টোয়েন্টি লিগ বোলিং: যুজবেন্দ্র চাহাল
নারীদের ওয়ানডে ব্যাটিং: চামারি আত্তাপাত্তু
নারীদের ওডিআই বোলিং: মারুফা আক্তার
নারীদের টি-টোয়েন্টি ব্যাটিং: হেইলি ম্যাথিউস
নারীদের টি-টোয়েন্টি বোলিং: আয়বোঙ্গা খাকা
নারীদের টি-টোয়েন্টি লিগ ব্যাটিং: গ্রেস হ্যারিস
নারীদের টি-টোয়েন্টি লিগ বোলিং: আমান্ডা-জেড ওয়েলিংটন
সহযোগী দেশদের মধ্যে সেরা ব্যাটিং: বাস ডে লিড
সহযোগী দেশদের মধ্যে সেরা বোলিং: ব্র্যান্ডন ম্যাকমুলেন
বর্ষসেরা অভিষেক: জেরাল্ড কোয়েটজি
বর্ষসেরা অধিনায়ক: প্যাট কামিন্স

/আরআইএম

Exit mobile version