Site icon Jamuna Television

৯ মাস পর কারামুক্ত বিএনপি নেতা রবি

প্রায় ৯ মাস পর কারামুক্ত হয়েছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম রবি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে কেরানীগঞ্জ কারাগার থেকে তিনি মুক্তি লাভ করেন।

বিএনপির এ নেতার মুক্তির খবরে কারাফটকের সামনে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত হন দলটির বিপুল পরিমাণ নেতাকর্মী। এর আগে, গতকাল সোমবার হাইকোর্ট থেকে জামিন মঞ্জুর হয় তার।

উল্লেখ্য, গতবছরের ২৩ মে ধানমন্ডির সিটি কলেজের সামনে থেকে গ্রেফতার হন রবি। এ নিয়ে বর্তমান সরকারের আমলে মোট নয়বার কারাবরণ করলেন তিনি। তার বিরুদ্ধে দায়ের করা হয় ১৯৩টি মামলা। তিনটি মামলায় তার সাড়ে আট বছর সাজা হয়।

/এমএইচ

Exit mobile version