Site icon Jamuna Television

শুক্রবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

আগামী শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গণভবনে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ‘মিউনিখ নিরাপত্তা সম্মেলন’ বিষয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল ১০টায় গণভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে, জার্মানিতে অনুষ্ঠিত ‘মিউনিখ নিরাপত্তা সম্মেলনে’ অংশ নিতে গত ১৫ ফেব্রুয়ারি তিন দিনের সরকারি সফরে যান প্রধানমন্ত্রী। সফর শেষে সোমবার (১৯ ফেব্রুয়ারি) দেশে ফেরেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর এটাই ছিল তার প্রথম বিদেশ সফর। এ সফরে জার্মান চ্যান্সেলর, ইউক্রেনের প্রেসিডেন্ট, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী, আজারবাইজানের প্রেসিডেন্ট, কাতারের প্রধানমন্ত্রী এবং ডেনমার্কের প্রধানমন্ত্রীসহ বেশ কয়েকজন বিশ্বনেতার সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।

/এমএইচ

Exit mobile version