Site icon Jamuna Television

ভিরাট-আনুশকার ঘরে নতুন অতিথি

দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন ভিরাট কোহলি। পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কোহলির স্ত্রী বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা। গত ১৫ ফেব্রুয়ারি এ দম্পতির সংসারে নতুন অতিথি এসেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ভিরাট কোহলি। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে দেয়া এক পোস্টে ভক্তদের সঙ্গে সুখবরটি শেয়ার করেন তিনি।

পোষ্টে কোহলি লেখেছেন, সবাইকে খুশির সঙ্গে জানাচ্ছি যে, ১৫ ফেব্রুয়ারি আমরা আমাদের পুত্র সন্তান ও ভামিকার ছোট ভাইকে পৃথিবীতে স্বাগতম জানিয়েছি। আমাদের এমন সুন্দর মুহূর্তে আপনাদের আশীর্বাদ চাই।

ইনস্টাগ্রামে এই খুশির খবর ভাগ করেছেন আনুশকাও। লিখেছেন, খুব আনন্দ! সবাইকে জানাচ্ছি যে, গত ১৫ ফেব্রুয়ারি আমাদের ছেলে হয়েছে। একরাশ খুশি নিয়ে জানাচ্ছি, ভামিকার ভাই হয়েছে, নাম অকায়।

এর আগে, ২০২১ সালের ১১ জানুয়ারি প্রথমবার এই দম্পতির ঘর আলোকিত করে আসে এক কন্যা সন্তান। ওই সন্তানের নাম রাখা হয় ভামিকা।

/এমএইচ

Exit mobile version